পৌর নির্বাচনে বিএনপিকে ঠেকাতে গণগ্রেপ্তার : রিপন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/11/12/photo-1447321894.jpg)
আসন্ন পৌরসভা নির্বাচনে বিএনপি যাতে অংশ নিতে না পারে, সে জন্য সারা দেশে গণগ্রেপ্তার চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন। আজ বৃহস্পতিবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিপন বলেন, দলীয় প্রতীক নিয়ে স্থানীয় সরকার নির্বাচন করার মতো অবস্থানে বাংলাদেশ এখন নেই। এ ছাড়া সংসদে পৌরসভা নির্বাচন বিল উত্থাপন হলে তা পর্যালোচনা করে নির্বাচনে বিএনপির অংশ নেওয়া বা না নেওয়ার সিদ্ধান্ত জানানো হবে বলে জানান তিনি।
গত ৯ নভেম্বর দলীয় প্রতীকে নির্বাচনের বিধান রেখে এ-সংক্রান্ত আইনের আবারো অনুমোদন দেয় মন্ত্রিসভা। স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধনী) আইন, ২০১৫-এর খসড়া আইনটি সংসদে উত্থাপনের জন্য এ অনুমোদন দেওয়া হয়।
এর আগে গত ১২ অক্টোবর স্থানীয় সরকারের সব নির্বাচন দলীয় প্রতীকে করার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়। গত ২ নভেম্বর আইনটি রাষ্ট্রপতির অনুমোদনক্রমে অধ্যাদেশ আকারে জারি করা হয়।
গত ৮ নভেম্বর দশম সংসদের অষ্টম অধিবেশন শুরু হয়েছে। বিলটি চলতি অধিবেশনেই পাস হবে বলে আশা করা হচ্ছে।