নাবিক রপ্তানি করবে সরকার : নৌমন্ত্রী

প্রশিক্ষিত নাবিকদের কর্মদক্ষতা বৃদ্ধি পাওয়ায় বহির্বিশ্বে বাংলাদেশি নাবিকদের চাহিদা বেড়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
আজ বৃহস্পতিবার চট্টগ্রাম ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ১৫তম ব্যাচ এবং মাদারীপুর শাখার চতুর্থ ব্যাচের প্রশিক্ষণার্থী রেটিংদের পাসিং আউট কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শাজাহান খান।
অনুষ্ঠানে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম, বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এডমিরাল নিজাম উদ্দিন আহমেদ, সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর এম জাকিউর রহমান ভুইয়া উপস্থিত ছিলেন।
নৌমন্ত্রী শাহাজান খান আরো বলেন, বিশ্বে নাবিক রপ্তানি করতে সরকার কাজ শুরু করেছে। এর অংশ হিসেবে সিঙ্গাপুর ওশেন ট্যাংকার ১৫ শতাংশ নাবিকের চাকরির নিশ্চয়তা দিয়েছে।
ভবিষ্যতে নাবিকের চাকরির সম্ভাবনা আরো বৃদ্ধি পাবে বলে জানান নৌমন্ত্রী। এ সময় তিনি শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।