জঙ্গিবাদ সৃষ্টিকারীরা যেন মাথা তুলে দাঁড়াতে না পারে

বিএনপি-জামায়াতই দেশে জঙ্গিবাদ সৃষ্টি করেছিল এমন অভিযোগ করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, জঙ্গিদের হাত থেকে বিচারকরাও রেহাই পাননি। চারদলীয় জোট সরকারের সময় ঝালকাঠিতে দুই বিচারককে বোমা মেরে হত্যা করেছিল জঙ্গিরা। জঙ্গিবাদ সৃষ্টি করে যারা, তারা যেন আর মাথা তুলে দাঁড়াতে না পারে এ জন্য দেশবাসীকে আওয়ামী লীগের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান শিল্পমন্ত্রী।
আজ শুক্রবার বেলা ১১টায় ঝালকাঠির ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে পল্লী বিদ্যুতায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিল্পমন্ত্রী।
বিদ্যুতের অভাবে কাউকে এখন আর অন্ধকারে থাকতে হবে না মন্তব্য করে শিল্পমন্ত্রী বলেন, সরকার সারা দেশে তৃণমূল পর্যায়ে মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে। বিদ্যুৎব্যবস্থার উন্নয়নে ভারত সরকার বাংলাদেশকে সহযোগিতা করছে বলেও জানান শিল্পমন্ত্রী।
পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মো. আবদুর রব হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন প্রমুখ।
পল্লী বিদ্যুতায়ন কর্মসূচির উদ্বোধনের মধ্য দিয়ে সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ছত্রকান্দা, চারুখান ও বেরপাশা গ্রামের ১৮২টি পরিবার (গ্রাহক) বিদ্যুৎ পেয়েছে।