পদ্মায় পানি বাড়ায় চাঁপাইনবাবগঞ্জের আরো এলাকা প্লাবিত

টানা বৃষ্টির সঙ্গে ভারত সরকার ফারাক্কা বাঁধের সব গেট খুলে দেওয়ায় বাংলাদেশের পদ্মা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলের বেশ কিছু গ্রাম বন্যা কবলিত হয়ে পড়েছে। বন্যায় চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চলের ১১ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় পদ্মায় পানি বেড়েছে ১৮ সেন্টিমিটার। আজ দুপুর ১২টায় পদ্মার পানি ২২ দশমিক ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে তা বিপৎসীমার ৩৮ সেন্টিমিটার নিচে রয়েছে।
পানি বৃদ্ধি অব্যাহত থাকায় পদ্মা তীরবর্তী চরাঞ্চলের বিভিন্ন ইউনিয়নের নতুন নতুন এলাকা বন্যাকবলিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ও শিবগঞ্জের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানিয়েছেন, দুই উপজেলার ১১ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এর মধ্যে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পাঁচটি ইউনিয়নের তিন হাজার পরিবার ও শিবগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নের আট হাজার পরিবার। এসব এলাকায় বিপুল ফসলি জমিও পানির নিচে তলিয়ে গেছে। বন্যাকবলিত এলাকার সাধারণ মানুষের মধ্যে দুর্ভোগ দেখা দিয়েছে।