মাগুরায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

মাগুরায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নাজমুল হোসেন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে তিনি মারা যান।
নাজমুল মাগুরা পৌর এলাকার বরুণাতৈল গ্রামের আবদুর রশিদ মোল্যার ছেলে। তিনি শহরের পারনান্দুয়ালী মসজিদ মার্কেটে ভাঙাড়ির ব্যবসা করতেন।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, নাজমুল জ্বরে আক্রান্ত হয়ে গত ২৮ সেপ্টেম্বর মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি হন। পরে গতকাল মঙ্গলবার সকালে অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। সেখানে অবস্থা আরো খারাপ হলে সন্ধ্যায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢাকায় নেওয়ার পথে রাত ৮টায় দিকে মানিকগঞ্জে তিনি মারা যান।
মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক স্বপন কুমার কুণ্ডু বলেন, মঙ্গলবার সকালে নাজমুল হোসেনকে ফরিদপুর মেডিকেলে স্থানান্তর করা হয়েছিল।
নাজমুলসহ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মাগুরায় চারজনের মৃত্যুর ঘটনা ঘটল। মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট ও মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। যার মধ্যে অধিকাংশ চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে এ দুটি হাসপাতালে ১৮ ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।