চাঁপাইনবাবগঞ্জে বিএনপি-জামায়াত নেতাসহ ৪৬ জন গ্রেপ্তার

শুক্রবার রাতে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে কয়েকজন চাঁপাইনবাবগঞ্জ সদর থানা হাজতে। ছবি : এনটিভি
চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিএনপি, জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ১৭ নেতা-কর্মীসহ বিভিন্ন মামলায় ৪৬ জন গ্রেপ্তার হয়েছে। গতকাল শুক্রবার রাতভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করে যৌথ বাহিনী।
পুলিশ সুপার বশির আহমেদ জানান, নাশকতার আশঙ্কায় এবং নাশকতার মামলাসহ বিভিন্ন মামলার আসামিদের ধরতে এই অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের মধ্যে সদর থানায় ১২ জন, শিবগঞ্জ থানায় ১৫ জন, গোমস্তাপুর থানায় ১০ জন, নাচোল থানায় পাঁচজন ও ভোলাহাট থানায় চারজন রয়েছে। এর মধ্যে ১৭ জন রয়েছে বিএনপি-জামায়াতের নেতাকর্মী।