শেখ হাসিনাকে পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন ড. কামাল : তথ্য প্রতিমন্ত্রী
তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, ‘১৯৯১ সালের জাতীয় নির্বাচনে বিএনপি-জামায়াত আঁতাত করে ক্ষমতা দখল করে। এরপর আওয়ামী লীগের পরাজয়ের দায় দলের সভানেত্রী শেখ হাসিনার ওপর চাপিয়ে তাঁকে সিআইয়ের এজেন্ট আখ্যা দিয়ে দল থেকে পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন ড. কামাল হোসেন। ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে দলের কার্যনির্বাহী পরিষদের সভায় সেদিন এ বিষয়ে কেউ প্রতিবাদ না করলেও অ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার চ্যালেঞ্জ করেছিলেন।
মতিয়র রহমান সেদিন বলেছিলেন, এ দেশের মানুষ বঙ্গবন্ধুকে বিশ্বাস করে কিন্তু সিআইয়ের এজেন্ট আপনি ড. কামাল হোসেন, আপনাকে কেউ বিশ্বাস করে না। আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদ আপনার এই প্রস্তাব প্রত্যাখ্যান করছে। যতদিন শেখ হাসিনা বেঁচে থাকবেন ততোদিন তিনি আওয়ামী লীগের সভানেত্রী থাকবেন।’
আজ শনিবার বিকেলে জামালপুরে সরিষাবাড়ী কল্যাণ সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী।
জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরিষাবাড়ী কল্যাণ সমিতির আহ্বায়ক অধ্যাপক মোজাম্মেল হক।
এ সময় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট এইচআর জাহিদ আনোয়ার, অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ, অ্যাডভোকেট মুহাম্মদ আব্দুল্লাহ, অ্যাডভোকেট ইউসুফ আলী, জহুরুল ইসলাম মানিক প্রমুখ।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।