কুড়িগ্রামে তিস্তায় নৌকাডুবি, নিখোঁজ ১০
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বুড়িরহাট এলাকায় তিস্তা নদীতে একটি যাত্রীবাহী নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১০ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। আজ রোববার যাত্রী পারাপারের সময় এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।
এদিকে নিখোঁজ যাত্রীদের সন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল হক জানান, বুড়িরহাট থেকে নৌকাটি শীতাবখান যাচ্ছিল। বেলা ১১টার দিকে নৌকাটি হঠাৎ ডুবে যায়। ওই সময় নদীতে তীব্র স্রোত ছিল।
নৌকায় কতজন যাত্রী ছিলেন, তা জানা যায়নি। তবে ঘড়িয়ালডাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ কর্মকার জানান, একটি নৌকা সাধারণত ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে যাত্রা করে থাকে।
এদিকে নিখোঁজদের স্বজনসহ কয়েক হাজার মানুষ নদীর তীরে জড়ো হয়েছে।