‘মানুষের অধিকার আদায়ই ছিল ভাসানীর মূলমন্ত্র’

বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক জ্ঞান আহরণের মাধ্যমে নতুন প্রজন্মকে মাওলানা ভাসানী ও মুজিবের আদর্শ ধারণ করে দেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরা। আজ রোববার দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক সেমিনারে বক্তারা এ আহ্বান জানান।
‘মাওলানা ভাসানীর সংস্কৃতি-ভাবনা’ শীর্ষক এ সেমিনারে কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধু শেখ মুজিবের মধ্যে একটি অকৃত্রিম মেলবন্ধ ছিল। দুজনের একটিই উদ্দেশ্য ছিল, তা হলো সুবিধাবঞ্চিত মানুষের অধিকার আদায় করা। মওলানা ভাসানী একজন আধ্যাত্মিক চেতনার মানুষ ছিলেন। তিনি সহজেই যেকোনো বিষয়কে অনুধাবন করতে পারতেন।’
মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মোহাম্মদ মতিউর রহমানের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আলাউদ্দিন, কবি বুলবুল খান মাহবুব, লাইফ সায়েন্স অনুষদের ডিন ড. মো. সিরাজুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ খাদেমুল ইসলাম, মওলানা ভাসানী রিসার্স সেন্টারের পরিচালক অধ্যাপক ড. এ কে এম মহিউদ্দিন প্রমুখ।