বেনাপোলের সমস্যা ও সম্ভাবনা নিয়ে নাগরিক সংলাপ

যশোরের বেনাপোলের সমস্যা ও সম্ভাবনা নিয়ে প্রেসক্লাব বেনাপোলের উদ্যোগে স্থানীয় পর্যটন মোটেলে নাগরিক সংলাপ হয়েছে। ‘কেমন বেনাপোল চাই’ এই বিষয়ে প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংলাপে অংশ নেন।
প্রেসক্লাব বেনাপোলের সভাপতি মহসিন মিলনের সভাপতিত্বে শনিবার বেনাপোলের বিরাজমান বিভিন্ন নাগরিক সমস্যা তুলে ধরে ব্ক্তব্য দেন বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম খন্দকার, ইউজিএফ প্রকল্পের প্রকল্প পরিচালক মহিরুল ইসলাম খান, চিকিৎসক মাহবুব হোসেন, বেনাপোল বাজার কমিটির সভাপতি আলহাজ আজিজুর রহমান, শার্শা উপজেলা প্রশাসনের কর্মকর্তা ফেরদৌস আহম্মেদ, নারী নেত্রী বিউটি খাতুন, সাংবাদিক আজিজুর রহমান, মাস্টার শহিদুল্লাহ, সাবেক কাউন্সিলর কাটিম আলী, বিএনপি নেতা নাসিমুল গনি বল্টু ও অনুষ্ঠান সঞ্চালক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বকুল মাহবুব।
সংলাপে বক্তারা মাদক ও সন্ত্রাসমুক্ত বেনাপোল চাই, বিষয়টির ওপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেন। নাগরিকদের সব প্রশ্নের জবাব দেন বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন। তিনি বলেন, আগামী ডিসেম্বর মাসে বেনাপোলে আট কোটি টাকা ব্যয়ে বেনাপোল গেইট, তিনটি পাকারাস্তা নির্মাণ, দুর্গাপুর কাজী নজরুল ইসলাম রোডের প্রশস্তকরণ কাজ, একটি আধুনিক মানের মার্কেট নির্মাণ এবং একটি মহিলা মার্কেট নির্মাণ করা হবে।
মেয়র সবাইকে উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধভাবে পৌরসভার পাশে দাঁড়ানোর আহ্বান জানান।