শার্শায় বিএনপি নেতা গ্রেপ্তার

শার্শা উপজেলা বিএনপির সভাপতি খায়রুজ্জামান মধু। ছবি : এনটিভি
যশোরের শার্শা উপজেলা বিএনপির সভাপতি খায়রুজ্জামান মধুকে গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। উপজেলার কামারবাড়ী মোড়ে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাশমী জানান, নাশকতা মামলায় গতকাল রাতে অভিযান চালিয়ে খায়রুজ্জামানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে যশোর ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
খায়রুজ্জামানের বড় ছেলে শরিফুজ্জামান পরাগ জানান, শার্শা উপজেলা বিএনপির সভাপতি হওয়ায় তাঁর বাবাকে রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে। বাবার বিরুদ্ধে কোনো মামলা ছিল না বলে জানান পরাগ।