জামালপুরে অনলাইন ক্যাসিনো চালানোর অভিযোগে গ্রেপ্তার ৫
জামালপুর জেলার মেলান্দহ উপজেলা সদরে পৃথক দুটি অভিযান চালিয়ে বুধবার অনলাইন ক্যাসিনো চালানোর অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
ইউএনবি এক প্রতিবেদনে জানায়, গ্রেপ্তারকৃতরা হলেন- রোমান, সোহান, মশিউর, মাহমুদুল হাসান ও ফরহাদ। এ সময় তাদের কাছ থেকে নগদ তিন লাখ ৮০ হাজার টাকা, ১৩টি মোবাইল ফোন ও কম্পিউটার জব্দ করা হয়েছে।
র্যাব-১৪ জামালপুরের কোম্পানি কমান্ডার তোফায়েল আহমেদ মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মেলান্দহ বাজার এলাকায় একটি বিকাশের দোকান ও জিন্নাহ মার্কেটে অভিযান চালান র্যাব সদস্যরা।
এ সময় বিকাশের দোকান থেকে তিনজন ও জিন্নাহ মার্কেটের ছাদের কফি হাউজ থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দোকান পরিচালনার অন্তরালে অনলাইনে ক্যাসিনো চালাত।