মৃত্যুবার্ষিকীতে ভাসানীর মাজারে মানুষের ঢল

মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ। এদিন সকাল থেকেই টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর মাজার প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন করতে আসা মানুষের ঢল নামে।
এ ছাড়া নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ভাসানী ফাউন্ডেশনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
সকালে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের উপাচার্য ড. মো. আলাউদ্দিন ভাসানী মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ভাসানীর পরিবারের পক্ষ থেকে এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে মাজারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করা হয়।
সকালে ঢাকা থেকে যাওয়া বিএনপির কেন্দ্রীয় নেতারা ভাসানীর মাজারে পুষ্পস্তবক দেন। পরে এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘ব্রিটিশ শাসন থেকে শুরু করে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে শাসকগোষ্ঠীর বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেছেন মওলানা ভাসানী। বর্তমান কর্তৃত্ববাদী রাজনৈতিক শাসন ব্যবস্থায় ভাসানী আজ বেঁচে থাকলে ‘খামোশ’ বলে প্রতিবাদ করতেন।”
এদিন অন্যান্য কর্মসুচির মধ্যে মাজার প্রাঙ্গণে কোরআন তিলাওয়াত, গরিব-দুঃখীদের মাঝে রান্না করা খাবার বিতরণ ও আলোকচিত্র প্রদর্শনী এবং ভাসানী মেলার আয়োজন করা হয়।