চাঁপাইনবাবগঞ্জে নাঈম হত্যায় ছয়জনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে নাঈম হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম দণ্ডাদেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. শওকত আলী পাঁচ আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন জেলার শিবগঞ্জ উপজেলার কাগমারী গ্রামের বারিউল ইসলাম ওরফে বাইরুল, তোফিকুল ইসলাম ওরফে তোফিক, শফিকুল আলম ওরফে আলম, সেরাজুল ইসলাম ফিটু, মো. মহাজন ও জেনারুল ইসলাম। এদের মধ্যে জেনারুল ইসলাম পলাতক রয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আঞ্জুমান আরা জানান, ২০০৭ সালের ৮ অক্টোবর রাজমিস্ত্রি নাঈম নিখোঁজ হন। পরের দিন দুপুর সাড়ে ১২টার দিকে কাগামারী এলাকার একটি আমবাগানে নাঈমের গলা কাটা লাশ পাওয়া যায়। এ ঘটনায় নাঈমের মা বাদী হয়ে অজ্ঞাত আসামি করে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও চাঁপাইনবাবগঞ্জ সিআইডির উপপরিদর্শক (এসআই) সেকেন্দার আলী ২০০৮ সালের ৪ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ সময় সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত এ রায় দেন। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত সাত আসামিকে বেকসুর খালাস দেন।