খুলনা বিভাগে ১৯ নভেম্বরের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

৫ দফা দাবিতে খুলনা বিভাগের ১০ জেলায় ডাকা ১৯ নভেম্বরের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক ফেডারেশনের খুলনা বিভাগীয় কমিটি সোমবার এই ধর্মঘটের ডাক দিয়েছিল।
পরিবহন সংস্থা শ্রমিক ফেডারেশনের সভাপতি আজিজুল আলম মিন্টু ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে জানান, আজ মঙ্গলবার খুলনা বিভাগীয় কমিশনারের সঙ্গে খুলনা বিভাগের ১০ জেলার শ্রমিক নেতাদের বৈঠক হয়। শ্রমিকদের প্রধান দাবি ছিল, দখলদারদের হাত থেকে কুষ্টিয়া শ্রমিক ইউনিয়নকে মুক্ত করা এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রকৃত শ্রমিকদের কাছে ইউনিয়নকে ফিরিয়ে দেওয়া। মিন্টু জানান, তাঁদের প্রধান এ দাবির বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।