রাতে মাগুরায় বিক্ষোভ, ‘নো সাকিব, নো ক্রিকেট’

ক্রিকেটের আন্তর্জাতিক অভিভাবক সংস্থা আইসিসি কর্তৃক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দেওয়া নিষেধাজ্ঞার খবরে গতকাল মঙ্গলবার রাতে তাঁর নিজ জেলা শহরে বিক্ষোভ মিছিল করেছে ক্রিকেটপ্রেমীরা।
‘নো সাকিব, নো ক্রিকেট’ ব্যানার নিয়ে রাস্তায় নেমে আসেন সাকিবভক্ত তরুণরা। স্লোগানে স্লোগানে মুখর হয় গোটা শহর। স্থানীয় ক্রিকেটভক্তদের মধ্যে হতাশা নেমে এসেছে। চায়ের দোকান, হাটবাজার, বিপণিবিতানসহ মাগুরা শহরের সব জায়গার মানুষ এ ঘটনা শোনার পর মর্মাহত।
বিক্ষোভ থেকে আজ বুধবার সকাল ১১টায় মিছিল ও মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়।
জেলার বিভিন্ন গ্রামেও সাকিব আল হাসানের শাস্তির প্রতিবাদে রাস্তায় নেমেছেন ক্রিকেটপ্রেমী গ্রামবাসী।
বিক্ষোভকারীরা বলছিলেন, সাকিব ছাড়া বাংলাদেশ ক্রিকেট হতে পারে না। এক বছর সাকিব ক্রিকেট খেলতে না পারলে বাংলাদেশের জন্য বড় ক্ষতি হবে, তাই সাকিবকে ক্রিকেটে ফিরিয়ে আনা হোক।
বিক্ষোভে অংশ নেওয়া এক তরুণ বলেন, ‘সাকিব আল হাসান নিষিদ্ধ হওয়ায় শুধু সাকিব নিজে বা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি তা না, এ সিদ্ধান্তের কারণে পুরো ক্রিকেট ক্ষতিগ্রস্ত হবে। এ সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত বলে আমরা মনে করি।’
সাকিব আল হাসানের কলেজশিক্ষক শাজাহান কবির বলেন, ‘আজকের রাতটি সাকিব আল হাসান শুধু নয়, আমরা যাঁরা ক্রিকেটভক্ত, তাঁদের সবার জন্য বেদনার রাত। আইসিসি যে সিদ্ধান্ত নিয়েছে, সেটি আরো ভেবেচিন্তে নেওয়া যেত। ভবিষ্যতে আইসিসি যেন সেটা করে, সেটাই আমরা চাই।’
জুয়াড়ির প্রস্তাবের বিষয়ে আইসিসিকে না জানানোর অপরাধে বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার সাকিব আল হাসানকে এক বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি। জুয়াড়িদের প্রস্তাব আইসিসিকে জানানোর আইন রয়েছে আইসিসির। ওই আইন লঙ্ঘনের অপরাধে সাকিবকে এই শাস্তি দেওয়া হয়েছে। সাকিব গতকাল সংবাদ সম্মেলনে এই শাস্তি মাথা পেতে নেওয়ার কথা জানিয়েছেন।