মেহেরপুরে ছাগল ছিনিয়ে বৃদ্ধাকে হত্যা

মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের একটি আমবাগান থেকে ছবেদা খাতুন (৭০) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে মুজিবনগর থানা পুলিশ লাশ উদ্ধার করে। পরে মরদেহ মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নিহত ছবেদা খাতুন মুজিবনগরের বাগোয়ান গ্রামের মৃত আবদুল জলিলের স্ত্রী।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম জানান, গতকাল বুধবার বিকেলে ছবেদা খাতুন তাঁর পালিত ১১টি ছাগল নিয়ে মাঠে যায়। সন্ধ্যা পার হলেও বাড়ি না ফেরায় বৃদ্ধার পরিবারের লোকজন তাঁর খোঁজ শুরু করেন। পরে পুলিশের সহযোগিতায় বৃদ্ধার পরিবার রাত ১১টার দিকে ওই গ্রামের একটি আম বাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।
এ সময় তাঁর দুটি ছাগল পাওয়া যায়নি। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, দুর্বৃত্তরা বৃদ্ধার ছাগল ছিনিয়ে নিয়ে গলায় ফাঁস দিয়ে তাঁকে হত্যা করেছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল মাঠে তৎপর রয়েছে।