মুক্তিযোদ্ধারা পাবেন ঈদ বোনাস : মন্ত্রী

মুক্তিযোদ্ধারা আগামী বছর থেকে দুটি করে ঈদ বোনাস পাবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এ সময় তিনি আরো জানান, ধীরে ধীরে মুক্তিযোদ্ধাদের আরো সুযোগ-সুবিধা দেবে সরকার।
আজ বুধবার দুপুরে পাবনার বেড়া উপজেলায় তিনতলাবিশিষ্ট নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি করা হয়েছে। আগামীতে আরো বাড়ানো হবে। আগামী রমজান মাস থেকে মুক্তিযোদ্ধাদের প্রতি বছর দুটি বোনাস দেওয়া হবে। আগামী অর্থবছর থেকে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা, ওষুধপত্রসহ সব খরচ বিনামূল্যে দেওয়া হবে।
প্রতিবছর জেলা ও উপজেলায় সরকারিভাবে পাঁচ শতাংশ হারে বহুতল ভবন নির্মাণ করে মুক্তিযোদ্ধাদের বাসস্থানের ব্যবস্থা করা হবে উল্লেখ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আরো বলেন, এরই মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে চার লাখ করে টাকা দেওয়া হয়েছে। এ টাকা আর্থিকভাবে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের কন্যার বিয়ে, সন্তানদের পড়ালেখার ব্যবস্থা ও বাসস্থান নির্মাণ, চিকিৎসার জন্য দেওয়া হবে।
বেড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ইসহাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক, বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ আবদুল বাতেন, বেড়া উপজেলার চেয়ারম্যান আবদুল কাদের প্রমুখ।
মন্ত্রী পরে বিকেলে নাগরিক কমিটি বেড়া ফাউন্ডেশন আয়োজিত এক মতবিনিময় সভায় যোগ দেন।