ইতালীয়কে গুলির ঘটনায় ইইউর নিন্দা

দিনাজপুরে ইতালির নাগরিক ও ধর্মযাজক ডা. পিয়েরো পারো লারিকে গুলির ঘটনায় নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে বাংলাদেশে ইইউর রাষ্ট্রদূত পিয়ের মায়াদুঁ এ নিন্দা জানান।
পিয়ের মায়াদুঁ ইতালির নাগরিকের ওপর হামলাকারী ও এর উসকানিদাতাদের বিচারের আওতায় আনতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বারবার এ ধরনের সহিংস ঘটনা সবার জন্য উদ্বেগের বিষয়।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, বিবৃতিতে পিয়েরো পারো লারির দ্রুত ও পুরোপুরি আরোগ্য কামনা করেছেন মায়াদুঁ। তিনি আরো বলেন, গত দুই মাসের কম সময়ের মধ্যে বিদেশি নাগরিকদের ওপর তিনটি নৃশংস হামলার ঘটনা ঘটেছে এবং এটি ইউরোপীয় নাগরিকের ওপর দ্বিতীয় হামলার ঘটনা।
গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে দিনাজপুরে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস টার্মিনালসংলগ্ন এলাকায় ডা. পিয়েরোকে গুলি করে দুর্বৃত্তরা। তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় আনা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, পিয়েরো আশঙ্কামুক্ত।
দুর্বৃত্তদের গুলিতে আহত ডা. পিয়েরো এ দেশে তিন দশক ধরে অসহায়-দরিদ্র মানুষকে চিকিৎসা দিয়ে আসছেন। সুইহারি ক্যাথলিক মিশন পরিচালিত ভিনসেন্ট হাসপাতালে তিনি কর্মরত। দিনাজপুর শহরেই তিনি বসবাস করেন।
গত ২৮ সেপ্টেম্বর ঢাকার গুলশানে ইতালির নাগরিক চেসারে তাভেলাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি গুলশানে নেদারল্যান্ডসভিত্তিক একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা ছিলেন। এ হত্যাকাণ্ডের কয়েক দিন পর গত ৩ অক্টোবর রংপুরের মাহিগঞ্জের আলুটারীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন জাপানি নাগরিক হোশি কুনিও। তিনি এক বছরের ভিসা নিয়ে রংপুরে এসেছিলেন। ছয় মাস ধরে তিনি রংপুরের মাহিগঞ্জের আলুটারী এলাকায় একটি কৃষি প্রকল্প পরিচালনা করছিলেন।