ইতালির নাগরিককে গুলির ঘটনায় মামলা

ইতালির নাগরিক ধর্মযাজক ডা. পিয়েরে পারো লারিকে গুলির ঘটনায় একটি মামলা করেছেন দিনাজপুর কসবা মিশনের ফাদার সিলাস কুজুর। গতকাল বুধবার রাত ১২টার দিকে দিনাজপুরের কোতোয়ালি থানায় মামলাটি করা হয়।
এদিকে, ডা. পিয়েরে লারিকে গুলি করার ঘটনায় জেলা জামায়াতের সেক্রেটারি মাহাবুবুর রহমান ভুট্টোসহ জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান জানান, আজ বৃহস্পতিবার আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হবে।
গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে দিনাজপুরে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস টার্মিনালসংলগ্ন এলাকায় পিয়েরেকে গুলি করে দুর্বৃত্তরা। এর পর শুরুতে তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় আনা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, পিয়েরে বর্তমানে আশঙ্কামুক্ত।
দুর্বৃত্তদের গুলিতে আহত ডা. পিয়েরে এ দেশে তিন দশক ধরে অসহায়-দরিদ্র মানুষকে চিকিৎসা দিয়ে আসছেন। সুইহারি ক্যাথলিক মিশন পরিচালিত ভিনসেন্ট হাসপাতালে তিনি কর্মরত। দিনাজপুর শহরেই তিনি বসবাস করেন।