‘ক্রান্তিকাল বিবেচনায় দেশে ফিরছেন খালেদা জিয়া’
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/11/19/photo-1447944538.jpg)
দেশের ক্রান্তিকাল বিবেচনায় নিয়ে বিএনপির চেয়ারপরসন খালেদা জিয়া লন্ডন থেকে দেশে ফিরে আসছেন বলে জানিয়েছে তাঁর দল। urgentPhoto
আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন। বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরার সময় জানাতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বিএনপির মুখপাত্র বলেন, ‘দেশে ক্রান্তিকাল বিবেচনা করে, দেশে রাজনৈতিক সংকট বিবেচনা করে তিনি (খালেদা জিয়া) তাঁর চিকিৎসা সম্পন্ন না করেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আগামী ২১ নভেম্বর দেশে ফিরবেন।’
‘সরকারপ্রধান বলেছেন, ইসলামি স্টেটের (আইএস) উপস্থিতি আছে, বিদেশি শক্তি সরকারের ওপর চাপ সৃষ্টি করছে, যাতে সরকার এটি স্বীকার করে নেয়।’
আসাদুজ্জামান রিপন আরো বলেন, ‘এ সময়ে আমরা দেখেছি, দুজন বিদেশি নাগরিক দেশে সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছেন। দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। এটাকেই আমরা ক্রান্তিকাল ও সংকটের সময় বলে মনে করি।’
নিজের জন্মদিনে এবার কেক না কাটতে দলীয় নেতাকর্মীদের প্রতি বিএনপি ভাইস চেয়ারম্যান তারেক রহমান আহ্বান জানিয়েছেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
গত ১৫ সেপ্টেম্বর লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে ছেলে তারেক রহমান, তাঁর স্ত্রী জোবাইদা রহমান ও নাতি-নাতনিদের সঙ্গে অবস্থান করছেন তিনি। এই প্রথম পবিত্র ঈদুল আজহার সময় দেশের বাইরে থাকলেন সাবেক প্রধানমন্ত্রী।