যতদিন প্রয়োজন ফেসবুক বন্ধ থাকবে

জনগণের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ থাকবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেছেন, দেশের নিরাপত্তার স্বার্থে জনগণকে সাময়িকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার থেকে বিরত থাকতে হচ্ছে।urgentPhoto
আজ শনিবার রাজধানীর একটি হোটেলে ‘মোবাইল ডিভাইসেস এবং জাতীয় নিরাপত্তায় এর ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তারানা হালিম।
প্রতিমন্ত্রী আরো বলেন, ‘আমাদের একটু সামাজিক যোগাযোগ মাধ্যম... এই ছাত্রছাত্রীদের বা আমাদের সবার একটু ত্যাগ করতে হয় ...। সাময়িক নিরাপত্তার জন্য, জনস্বার্থ, জননিরাপত্তার স্বার্থে যতদিন বন্ধ রাখা প্রয়োজন, ঠিক ততদিনই বন্ধ থাকবে। যখন জননিরাপত্তা নিশ্চিত হবে এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটি নিশ্চিত করবেন, তখনই আমরা এটা খুলে দেব।’
তারানা হালিম বলেন, যাঁরা বিকল্প সফটওয়্যারের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছেন, তাঁদের সহজেই অনুসরণ করা যাবে। তাই এসব সফটওয়ারের মাধ্যমে অপরাধ কার্যক্রম সংগঠিত করা কঠিন হবে।
জাতীয় নিরাপত্তার স্বার্থে মোবাইল সিমের নিবন্ধন শেষ হলে এরপর মোবাইল সেটের স্বতন্ত্র নম্বরও নিবন্ধনের ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, সিম রেজিস্ট্রেশনের কাজটি একটি ভালো অবস্থায় আনা গেছে।
আগামী এপ্রিলের মধ্যেই সিম রেজিস্ট্রেশনের কাজ শেষ হওয়ার আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।