বিদ্যুৎ পেল শার্শার ৫৬১ পরিবার

যশোরের শার্শা উপজেলার মাটিপুকুরিয়া ও জিরেনগাছা গ্রামের ৫৬১টি পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। আজ শনিবার সকালে এর উদ্বোধন করেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।
উলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়নাল হকের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আরো বক্তব্য দেন যশোর-২ (ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মনজু, মেহেদি হাসান, আলহাজ নুরুজ্জামান, ইব্রাহিম খলিল, শার্শা পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মনোয়ারুল ইসলাম প্রমুখ।
পল্লী বিদ্যুৎ সমিতি জানায়, মাটিপুকুরিয়া ও জিরেন গাছায় বিদ্যুতের জন্য ৪০ লাখ টাকা ব্যয়ে চার কিলোমিটার নতুন বিদ্যুৎ লাইন স্থাপন করা হয়। আলোর মুখ দেখতে পেয়ে বেশ খুশি দুটি গ্রামের মানুষ।
বিদ্যুৎ লাইনের সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে শত শত গ্রামবাসী অংশগ্রহণ করেন।