নিজামীর আপিলের পুনঃশুনানি কাল
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/11/23/photo-1448266254.jpg)
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর করা আপিল আবেদনের শুনানি চতুর্থ দিনের মতো শেষ হয়েছে আজ সোমবার। আগামীকাল মঙ্গলবার আবার শুনানি অনুষ্ঠিত হবে।
আজ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়। ওই বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতান, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
নিজামীর পক্ষে আপিলের শুনানির সময় আজ আদালতে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
শুনানির বিষয়ে জানতে চাইলে নিজামীর আইনজীবী এস এম শাহজাহান বলেন, ‘সাক্ষীদের সাক্ষ্যগুলো আদালতে পড়ে শুনানি করেছি। মামলাটি শুনানির জন্য কার্যতালিকায় ১৪ নম্বর ছিল।’
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ট্রাইব্যুনালে নিজামীর আপিল শুনানির বিপরীতে যুক্তি পেশ করবে রাষ্ট্রপক্ষ। ট্রাইব্যুনালে দেওয়া দণ্ডের পক্ষে বক্তব্য উপস্থাপন করে তা বহাল রাখতে আর্জি পেশ করা হবে।
মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ২৯ অক্টোবর ট্রাইব্যুনাল-১ মৃত্যুদণ্ডাদেশ দেন নিজামীকে। এ রায়ের বিরুদ্ধে ২৩ নভেম্বর আপিল করেন মতিউর রহমান নিজামী। ছয় হাজার ২৫২ পৃষ্ঠার আপিলে মোট ১৬৮টি কারণ দেখিয়ে ফাঁসির আদেশ বাতিল করে খালাস চেয়েছেন তিনি।
ধর্মীয় অনুভূতিতে আঘাতের এক মামলায় ২০১০ সালের ২৯ জুন মতিউর রহমান নিজামীকে গ্রেপ্তার করা হয়। পরে একই বছরের ২ আগস্ট এক আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালের আদেশে তাঁকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সেই থেকে তিনি কারাগারে রয়েছেন।