ঝিনাইদহে জামায়াত-শিবির ও বিএনপির ২১ কর্মী আটক

ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও বিএনপির ২১ কর্মীকে আটক করেছে। আজ সোমবার ভোরে তাঁদের আটক করা হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, আটক ব্যক্তিদের মধ্যে সদর উপজেলায় ১১ জন জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কর্মী, শৈলকূপায় তিন জামায়াতকর্মী, হরিণাকুণ্ডুতে দুই জামায়াতকর্মী, কালীগঞ্জে দুই জামায়াতকর্মী, কোটচাঁদপুরে এক বিএনপিকর্মী ও মহেশপুরে দুই জামায়াতকর্মী রয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।