গাজীপুরে গ্যাস লাইনের ওপরের স্থাপনা উচ্ছেদ

গাজীপুরে গ্যাস সম্প্রসারণ লাইনের ওপর নির্মিত স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। উচ্চ আদালত থেকে গাজীপুরের জেলা প্রশাসককে কারণ দর্শানোর নোটিশ জারির পর শ্রীপুরে গ্যাস সম্প্রসারণ প্রকল্পের গ্যাস লাইনের নকশার ওপর স্থাপিত অননুমোদিত স্থাপনা উচ্ছেদ শুরু হয়।
আজ মঙ্গলবার গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম মোস্তফা কামালের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
শ্রীপুর থেকে জয়দেবপুর পর্যন্ত ৩০ কিলোমিটারের এবং শ্রীপুর উপজেলার ধনুয়া থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পর্যন্ত ৫২ কিলোমিটারের দুটি গ্যাস লাইন সম্প্রসারণ প্রকল্পের নকশার ওপর কিছু হালকা স্থাপনা নির্মাণ করে একটি চক্র। উচ্চ আদালতের নির্দেশে গ্যাস সম্প্রসারণ লাইনের নকশার ওপর নির্মিত এসব স্থাপনাই উচ্ছেদ করা হচ্ছে।
অভিযানের ফলে সরকারের বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় হবে বলে মনে করেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। তিনি বলেন, একটি বৃহৎ অসাধু চক্র এসব স্থাপনা নির্মাণ করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। তবে অভিযানের ফলে তাদের সেই চেষ্টা বিফল হয়েছে।
গত ১৮ মে গাজীপুর ও টাঙ্গাইলের জেলা প্রশাসককে (ডিসি) অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং স্থাপনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা ও সার্বিক বিষয়ে তদন্ত করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন আদালত। প্রতিবদেন জমা না দেওয়ায় আদালত অবমাননার অভিযোগে গত ১৫ নভেম্বর দুই জেলা প্রশাসককে কারণ দর্শানোর নোটিশ দেন হাইকোর্ট।