লক্ষ্মীপুরে ভূমি কার্যালয়ে অগ্নিসংযোগ

লক্ষ্মীপুর সদর উপজেলা ভূমি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনে গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। আজ বুধবার ভোররাত ৪টার দিকে লক্ষ্মীপুর শহরে এ ঘটনা ঘটে। ছবি : এনটিভি
লক্ষ্মীপুর সদর উপজেলা ভূমি কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার ভোররাত ৪টার দিকে লক্ষ্মীপুর শহরে এ ঘটনা ঘটে।
সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সমর কান্তি বসাক জানান, ভোররাতে দুর্বৃত্তরা অফিসের জানালা ভেঙে আগুন দেয়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে অফিসের কিছু রেজিস্ট্রার, কিছু প্রতিবেদন ফাইল পুড়ে গেছে।