ঝালকাঠিতে বাস খাদে, আহত ২০

ঝালকাঠির কাঁঠালিয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় ঝালকাঠি-ভাণ্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের বান্দাঘাটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। তবে তাদের বাড়ি কাঁঠালিয়া ও ভাণ্ডারিয়া উপজেলায় বলে জানা গেছে। তাদের আমুয়া ও ভাণ্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ৫০ জন যাত্রী নিয়ে বিআরটিসির একটি যাত্রীবাহী বাস কাঁঠালিয়ার আমুয়া যাচ্ছিল। পথে বান্দাঘাটায় বিপরীত দিক থেকে আসা সুরভি পরিবহনের ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসকে পাশ কাটানোর সময় বাসটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে বাসের মধ্যে থাকা কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা আহতদের উদ্ধার করেন।
ওসি বলেন, বাসটি উদ্ধারের জন্য বিআরটিসি কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে।