মৌলভীবাজারে বাসে আগুন

মৌলভীবাজারে জুড়ী বাসস্ট্যান্ডে থাকা একটি মিনিবাসে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হামিদুর রহমান সিদ্দিকী জানান, আগুন দেওয়ার খবর পেয়ে বড়লেখা ও কুলাউড়া ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আশপাশে লোকজন না থাকায় এবং স্ট্যান্ডে থাকা অন্য গাড়িগুলো দ্রুত সরিয়ে নেওয়ায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে আগুনে লিটন পরিবহনের মিনিবাসটির অধিকাংশ অংশ পুড়ে গেছে বলেও জানান তিনি।
বিষয়টি খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।