টানা ৩ দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/10/moulvibazar.jpg)
টানা তিনি দিন ধরে চায়ের দেশ মৌলভীবাজারের চায়ের রাজধানী শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রের্কড করা হয়েছে। সেখানে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। রোদ ঝলমলে দিনেও কমেনি ঠান্ডা।
আজ সোমবার (১০ ফেব্রুয়ারী) ভোর ৬ ঘটিকায় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা আনিসুর রহমান।
গত শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে, আট দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং গত রোববার ছিল আট দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। আজ সোমবার ভোর ৬ ঘটিকায় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2025/02/10/dhaka-star-mail.jpg)
যদিও এই তাপমাত্রা শ্রীমঙ্গল হিসেবে খুব একটা কম, তা কিন্তু নয়। স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র অফিস সূত্রে জানা যায়, ১৯৬৮ সালে ৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল দুই দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং ১৯৬৬ সালের ২৯ জানুয়ারি দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তিন দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস। ১৯৯৫ সালের ৪ জানুয়ারি, ২০০৭ সালের ১৭ জানুয়ারি এবং ২০১৩ সালের ১০ জানুয়ারি শ্রীমঙ্গল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল চার ডিগ্রি সেলসিয়াস।