কুড়িগ্রামে যুবলীগের সম্মেলনে হামলা, কেন্দ্রীয় নেতাসহ আহত ১০

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে হামলার ঘটনা ঘটেছে। এ সময় কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান খানসহ ১০ জন আহত হয়েছেন।
আজ শুক্রবার বিকেলে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উপজেলা যুবলীগের সম্মেলন চলার সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যুবলীগের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সম্মেলন এলাকায় প্রবেশ করে অতর্কিতে হামলা চালায়। এতে কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান খান ও জেলা যুবলীগের আহ্বায়ক রুহুল আমিন দুলালসহ ১০ জন আহত হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
কুড়িগ্রাম জেলা যুবলীগের আহ্বায়ক রুহুল আমিন দুলাল জানান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রেজওয়ানুল হক দুলাল তাঁর বাহিনী নিয়ে ধারালো অস্ত্রসহ সম্মেলনে হামলা চালায়।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।