হাতে লেখা পাসপোর্ট দিয়ে ভারতে যাতায়াত বন্ধ

যশোরের বেনাপোল তল্লাশিচৌকি দিয়ে হাতে লেখা পাসপোর্ট ব্যবহার করে ভারত যাওয়া বন্ধ করেছে অভিবাসন কর্তৃপক্ষ। এ ধরনের পাসপোর্ট নিয়ে ভারত থেকে বাংলাদেশে আসাও বন্ধ করা হয়েছে।
urgentPhoto
গতকাল শুক্রবার বিকেল থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, গত দুদিনে হাতে লেখা পাসপোর্ট থাকা চারজন ভারতীয়কে বাংলাদেশে ঢুকতে দেয়নি অভিবাসন পুলিশ। একজন বাংলাদেশিকেও ঢুকতে দেওয়া হয়নি ভারতে।
গত ২৪ নভেম্বর হাতে লেখা পাসপোর্ট দিয়ে দেশ-বিদেশে চলাচল বন্ধের নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর পর থেকেই এ ধরনের পাসপোর্ট বহনকারীদের সীমান্ত পারাপারে কড়াকড়ি আরোপ করে অভিবাসন পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে বেনাপোল তল্লাশিচৌকি অভিবাসন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, গতকাল বিকেলে থেকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে মেশিন রিডেবল পাসপোর্ট ছাড়া কোনো যাত্রীকে ভারতে যেতে দেওয়া হচ্ছে না। কোনো ভারতীয়কেও বাংলাদেশে আসতে দেওয়া হচ্ছে না।
তরিকুল আরো জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশের আগে যাঁরা হাতে লেখা পাসপোর্ট ব্যবহার করে ভারতে প্রবেশ করেছেন, তাঁদের ফিরতে কোনো সমস্যা হবে না।