নরসিংদীতে স্বতন্ত্র মেয়র প্রার্থীর জামিন মঞ্জুর
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/11/30/photo-1448882103.jpg)
নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতে স্বতন্ত্র মেয়রপ্রার্থী ছাত্রনেতা এস এম কাইয়ুম। ছবি : এনটিভি
নরসিংদীতে রেল ও শ্রমিক আন্দোলনের পৃথক দুটি মামলায় আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন স্বতন্ত্র মেয়রপ্রার্থী ছাত্রনেতা এসএম কাইয়ুম।
২০১১ সালের ১ নভেম্বর জনপ্রিয় মেয়র লোকমান হোসেন হত্যার পর কে বা কারা আন্তনগর ট্রেন আটক করে আগুন ধরিয়ে দেয়। ওই মামলায় কাইয়ুমসহ ছয় শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা হয়। ট্রেনের বগি পোড়ানোসহ দুটি মামলায় আজ সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন কাইয়ুম। আদালতের বিচারক বেগম ফাতেমা নজীব তাঁর জামিন মঞ্জুর করেন।
পরে শ্রমিক আন্দোলনের একটি মামলায় যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন কাইয়ুম। জামিন মঞ্জুর করেন যুগ্ম জেলা ও দায়রা জজ-১ মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক।
এ সময় এস এম কাইয়ুমের শত শত সমর্থক আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন।