‘জান দেব তবু জমি দেব না’

বসতভিটা ও ফসলি জমি রক্ষার দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা তীরবর্তী হাড়িয়া ও আশপাশের এলাকার কয়েকশ গ্রামবাসী আজ মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। পরে তারা নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে।
ক্ষুব্ধ লোকজন জানায়, সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নে মেঘনা তীরবর্তী গ্রাম হাড়িয়া, সোনাময়ী, ছোট দেওভোগ, পানাম গাবতলী, পানাম মৌজায় কৃষকদের কয়েকশ বিঘা ফসলি জমি রয়েছে। এসব জমি চাষাবাদ করে তারা জীবিকা নির্বাহ করে থাকে। এ এলাকায় জমি অধিগ্রহণ করে ওয়াসা ইন্টেক পয়েন্ট স্থাপন করতে চায়। জমি অধিগ্রহণ করা হলে কৃষকদের বেকার হয়ে মানবেতর জীবনযাপন করতে হবে। কৃষি জমি ও বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়ে যাবে তারা। তাই তারা এ প্রকল্পটি অন্যত্র স্থাপনের দাবি জানায়।
এই দাবি আদায়ে গ্রামের লোকজন আজ সোনারগাঁয় বিক্ষোভ মিছিল বের করে। তারা মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সামনে গিয়ে ‘জান দেব তবু জমি দেব না’সহ নানা স্লোগান দেয়। পরে তারা সেখানে মানববন্ধন করে। এরপর তাদের একটি দল নারায়ণগঞ্জ শহরে জেলা প্রেসক্লাবে এসে সংবাদ সম্মেলন করে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহাবুব সরকার, আবুল ফয়েজ শিপন, আব্দুল কাদির মিয়া, রবিউল মিয়া, মজিবুর রহমান প্রমুখ।