জামায়াত-শিবির নিষিদ্ধ করার সময় এসেছে : মেনন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, দেশের সব মহল থেকে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি উঠেছে। তাদের নিষিদ্ধ করে দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে নেওয়ার সময় এসেছে।
আজ মঙ্গলবার বিকেলে মানিকগঞ্জের সিংগাইর হাইস্কুল মাঠে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গড়ার দাবিতে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন এসব কথা বলেন।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, যুদ্ধাপরাধী ও তাদের পৃষ্ঠপোষকরা মুক্তিযুদ্ধ নিয়ে নানা বিভ্রান্তি ছড়াচ্ছে। বিভ্রান্ত না হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে প্রকৃত ইতিহাস ভবিষ্যৎ প্রজন্ম ও সবার কাছে তুলে ধরতে হবে।
মন্ত্রী বলেন, জিয়া-এরশাদ যেভাবে জামায়াত-শিবিরকে আশ্রয় দিয়েছিলেন সেই ধারাবাহিকতা বজায় রেখে খালেদা জিয়াও তাদের সঙ্গে জোট গড়েছেন। জামায়াত-শিবির নিষিদ্ধের দাবি উঠায় খালেদা জিয়া এখন নিশ্চুপ।
রাশেদ খান মেনন আরো বলেন, মানবতাবিরোধী অপরাধে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি নিয়ে পাকিস্তান বিশ্বের কাছে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ নিয়ে অপপ্রচার চালাচ্ছে। অথচ তারা নিজের দেশ ও জনগণকে নিরাপত্তা দিতে ব্যর্থ। যারা নিজেদের অস্তিত্ব সংকটে তাদের অন্য দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে অপ্রপ্রচার চালানোর কোনো যৌক্তিকতা নেই বলেও মন্তব্য করেন মন্ত্রী।
ওয়ার্কাস পার্টির মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক খোরশেদ আলম খাজার সভাপতিত্বে অন্যদের মধ্যে দলটির ঢাকা মহানগর সভাপতি আবুল হোসাইন, কেন্দ্রীয় সদস্য মাহমুদুল হাসানসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।