বকশীগঞ্জ উপজেলা আমিরসহ ৩ জামায়াত নেতা গ্রেপ্তার
জামালপুরের বকশীগঞ্জে নাশকতার পরিকল্পনার অভিযোগে উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজ্জাদ হোসেনসহ তিন জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে তাঁদের আটক করা হয়।
আটক অপর দুই নেতা হলেন উপজেলার মেরুরচর ইউনিয়ন জাময়াতের আমির মাওলানা মিজানুর রহামান ও সাধুরপাড়া ইউনিয়ন জামায়াতের আমির সহকারী অধ্যাপক আবদুল আজিজ।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাসিনুর রহমান পিপিএম এনটিভি অনলাইনকে জানান, নাশকতার পরিকল্পনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে সাধুরপাড়া ইউনিয়ন জামায়াতের আমির সহকারী অধ্যাপক আবদুল আজিজের পৌর এলাকার টিঅ্যান্ডটি রোডের বাসা থেকে তাঁদের আটক করা হয়।
এ সময় শতাধিক জিহাদি বই উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।