প্রতীক নিয়ে এলাকায় ফিরে ঐক্যের ডাক

সমর্থকদের উদ্বেগ-উৎকণ্ঠা আর জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের টিকেট পেলেন গাংনী পৌরসভার দুবারের নির্বাচিত মেয়র আহম্মেদ আলী। অন্যদিকে মেয়র পদে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ পেয়েছেন জেলা যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর ইনসারুল হক ইন্সু।
এ দুই নেতাই ঢাকা থেকে প্রতীক নিয়ে এলাকায় ফিরে সব বিভেদ ভুলে দলের স্বার্থে একযোগে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। আর সাধারণ ভোটারদের দিয়েছেন নির্বাচিত হলে উন্নয়নের নানা প্রতিশ্রুতি।
গাংনী পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন ছয়জন। পৌর আওয়ামী লীগের নয়টি ওয়ার্ডের সদস্যদের গোপন ভোটে জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল ইসলাম আশরাফ ভেণ্ডার বিজয়ী হন। একক ও চূড়ান্ত প্রার্থী হিসেবে তাঁর নাম কেন্দ্রে পাঠায় জেলা আওয়ামী লীগ। অবশ্য ওই ভোটকে ‘বিতর্কিত’ আখ্যায়িত করে সংবাদ সম্মেলন করেন আহম্মেদ আলী ও অপর সম্ভাব্য প্রার্থী মজিরুল ইসলাম। তাঁরা ভোট বর্জনের ডাকও দেন।
তবে শেষ পর্যন্ত দলের মনোনয়ন দেওয়া হয় আহমেদ আলীকে। মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় এনটিভি অনলাইনকে তিনি বলেন, ‘এটা দলের জয়; গাংনীবাসীর মুক্তি। সব দ্বিধা-দ্বন্দ্ব ভুলে দলের সব নেতাকর্মীসহ গাংনীবাসীর সহযোগিতা চাই।’
বর্তমান এ মেয়র আরো জানান, তিনি আবারো জয়ী হলে গাংনী পৌরসভাকে সাজিয়ে তুলবেন। গাংনী পৌরসভাকে ডিজিটাল ও আধুনিক পৌরসভায় রূপান্তর ঘটিয়ে সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত করে গড়ে তোলাই হবে তাঁর একমাত্র পরিকল্পনা।
অন্যদিকে মেয়র পদে গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুকে নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে বেশ আলোচনা ছিল। তাঁর নাম ঘুরে ঘুরে ছিল আলোচনার টেবিলে। তাই দলীয় সিদ্ধান্তে হতাশ হয়ে পড়েছেন তাঁর সমর্থকরা।
তবে দ্বিধা-দ্বন্দ্ব ভুলে সব নেতাকর্মীর সহযোগিতা চান বিএনপির মনোনয়ন পাওয়া মেয়র প্রার্থী ইনসারুল হক ইন্সু। সবাইকে নিয়েই তিনি এ চ্যালেঞ্জ মোকাবিলা করতে চান।
এক প্রতিক্রিয়ায় ইনসারুল হক ইন্সু বলেন, ‘গাংনী পৌরবাসী আমাকে তিনবার কাউন্সিলর নির্বাচিত করেছেন। আমি তাঁদের প্রতি কৃতজ্ঞ। মেয়র নির্বাচিত হলে আধুনিকমানের এবং মডেল পৌরসভা উপহার দেব।’
এদিকে সীমানা জটিলতার কারণে স্থগিত করা হয়েছে মেহেরপুর পৌরসভার নির্বাচন। পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বামনপাড়া সীমানা নির্ধারণ নিয়ে সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনারুল ইসলামের করা হাইকোর্টের মামলায় মেহেরপুর পৌরসভার নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।