আড়ানী পৌরসভায় ৩ ‘বিদ্রোহীর’ মনোনয়নপত্র বাতিল

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভা নির্বাচনে বিএনপি ও আওয়ামী লীগের তিনজন ‘বিদ্রোহী প্রার্থীর’ মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হামিদুল ইসলাম জানান, এর মধ্যে হলফনামায় স্বাক্ষর না থাকায় বিএনপির ‘বিদ্রোহী প্রার্থী’ ও আড়ানী পৌরসভার বর্তমান মেয়র নজরুল ইসলাম এবং ১০০ জন ভোটারের স্বাক্ষর না থাকায় আওয়ামী লীগের ‘বিদ্রোহী প্রার্থী’ আব্দুল মতিন ও মাসুদ পারভেজ কলিন্সের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
আড়ানী পৌরসভায় মেয়র পদে ছয়জন মনোনয়পত্র জমা দিয়েছিলেন। এখানে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে তোজাম্মেল হক এবং আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মুক্তার আলী এবং জাসদ মনোনীত প্রার্থী হিসেবে এম এন জিয়াউল হক জুয়েল প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর আগে এ পৌরসভায় আওয়ামী লীগ বাবলু হোসেনকে এখানে দলীয় মেয়র পদপ্রার্থী হিসেবে মনোনীত করেছিল। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন তিনি মারা যান। পরে মুক্তার আলীকে মনোনয়ন দেওয়া হয়।
আজ রোববার সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ শুরু করে নির্বাচন কমিশনের কর্মকর্তারা।
আগামী ৩০ ডিসেম্বর সারাদেশে ২৩৫টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজশাহীর ১৪টি পৌরসভার মধ্যে ১৩টিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।