সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানসহ ২৯ জন গ্রেপ্তার

সাতক্ষীরা বিএনপি ও জামায়াতে ইসলামীর চার নেতা-কর্মীসহ ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আছেন জেলার কৃষক দলের সহসভাপতি ও সদর উপজেলার ভোমরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদুর রহমান। তাঁর বিরুদ্ধে থানায় একটি মামলা রয়েছে।এই মামলায় আজ বৃহস্পতিবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, আসাদুর রহমানের বিরুদ্ধে গত ৮ ফেব্রুয়ারি নাশকতার লক্ষ্যে জড়ো হওয়ার একটি মামলা রয়েছে। এই মামলার সন্দেহজনক আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে । এ ছাড়া গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ছয়জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত ।