ঝুড়িতে হাত দেওয়ায় শিশুর ওপর নির্যাতন

মংলায় ১১ বছরের এক শিশুর ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছেন এক ডিপো মালিক। কাঁকড়ার ঝুড়িতে হাত দেওয়ার অপরাধে ডিপো মালিক মিলন রায় শিশু অনজিৎ রায়কে বেদম মারপিট করেন। গুরুতর আহতাবস্থায় অনজিৎকে স্থানীয় থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, মংলার মিঠাখালী ইউনিয়নের দোনখালী এলাকার কাঁকড়া ব্যবসায়ী মিলন রায়ের (৩০) দোকানঘরে ঢুকে রোববার সন্ধ্যায় কৌতূহলবশত কাঁকড়ার ঝুড়ির মধ্যে হাত দেয় অনজিৎ। এ সময় ডিপোর মালিক গালাগালি শুরু করলে শিশুটি ভয়ে দোকান থেকে বেরিয়ে যায়। এ সময় তাকে ধরে বেদম মারধর করেন মিলন। শিশুকে পা দিয়ে পাড়িয়ে ও টেনেহিঁচড়ে গুরুতর আহত করেন তিনি। পরে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের কর্তব্যরত সেবিকা মাহফুজা বেগম বলেন, শিশু অনজিৎতের শরীরে পা দিয়ে পাড়ানো ও মারধরের ফোলা জখম রয়েছে।
এ ঘটনায় আজ বুধবার বিকেলে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন নির্যাতনের শিকার হওয়া শিশুর বাবা মনোজিৎ রায়।
এ বিষয়ে মিলন রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি অনজিৎকে উল্লেখযোগ্য মারধর করিনি। তিন-চারটি চড়-থাপড় মেরেছি।’