মানবতাবিরোধী অপরাধের মামলায় বন কর্মকর্তা গ্রেপ্তার

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের স্টেশন কর্মকর্তা (এসও) এ কে এম ইউসুফ আলমকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সুন্দরবনের দুবলা বন কার্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ কে এম ইউসুফ আলমের বাড়ি জামালপুর জেলায়।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম মিয়া এনটিভি অনলাইনকে বলেন, ‘আন্তর্জাতিক দমন ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে বন কর্মকর্তা ইউসুফ আলমকে গ্রেপ্তার করা হয়েছে।’
ওসি আরো জানান, ইউসুফকে আজ বিকেল নাগাদ দুবলা বন কার্যালয় থেকে নৌপথে শরণখোলা থানায় আনা হবে। পরে রাতে তাঁকে নিয়ে ঢাকায় রওনা দেবে পুলিশ।