বরিশালে কলেজের টিনের চাল ভেঙে আহত ৫০

বরিশালে একটি কলেজের টিনের চাল ভেঙে ৫০ জন আহত হয়েছে। এর মধ্যে ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, আজ বৃহস্পতিবার মেহেন্দিগঞ্জ উপজেলায় আর সি কলেজে এ ঘটনা ঘটে। এ সময় কলেজ মাঠে ফুটবল খেলা চলছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, খেলা চলার সময় বেশির ভাগ দর্শক কলেজ ভবনের টিনের চালে বসেছিল। এ সময় হঠাৎই টিনের চাল ভেঙে পড়ে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।