সুন্দরবনের দুবলার চরে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

সুন্দরবনের দুবলার চরে শুঁটকি মৌসুম ঘিরে এক মাস আগে থেকে গড়ে ওঠা প্রায় শতাধিক দোকানপাট উচ্ছেদে অভিযান শুরু করেছে বনবিভাগ। আজ বৃহস্পতিবার সকাল থেকে এ উচ্ছেদ অভিযান শুরু করা হয়। এতে উচ্ছেদ হওয়া দোকানদার ও কর্মচারীদের মাঝে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা জেলেপল্লীর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, দুবলার আলোরকোল,মেহেরআলী,মাঝেরকেল্লা,শ্যালা ও নারকেলবাড়িয়ার চরে জেলে-মহাজনদের জন্য ৫৩৫টি ঘর নির্মাণের অনুমোদন দিয়েছে বনবিভাগ। কিন্তু এর বাইরে অনুমোদনহীন প্রায় শতাধিক দোকানপাট গড়ে তোলা হয়েছে। অবৈধ দোকানদারদের তাদের দোকানপাট সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হলেও তারা স্থাপনা সরিয়ে নেয়নি। ফলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হচ্ছে। পর্যায়ক্রমে আরো উচ্ছেদ অভিযান চলবে বলে জানান ওসি।
দোকানদার ফারুক হোসেন, কামরুল, আমিন ও ফরহাদ জানান, তাঁরা বছরের পর বছর ধরে সেখানে মুদি, ওষুধ, সেলুন ও হোটেলের দোকান চালাচ্ছেন। চলতি মৌসুমেও তাঁরা আগের মতো দোকান বসিয়েছেন। এক মাস ধরে তাঁরা চরের জেলে ও মহাজনদের লাখ লাখ টাকার মালামাল বাকিতে বিক্রি করেছেন। এ অবস্থায় উচ্ছেদ করা হলে তাঁদের লগ্নি করা এ টাকা কীভাবে আদায় করবেন।
ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, দোকান বসানোর প্রায় এক মাস পর উচ্ছেদ অভিযান শুরু করায় তাঁরা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন। তাঁরা অন্তত চলতি মৌসুম যাতে সেখানে ব্যবসা করতে পারেন সেই বিষয়ে বনবিভাগের কাছে দাবি জানিয়েছেন।