বাল্যবিবাহ : মেহেরপুরে কনের বাবার কারাদণ্ড

মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শুভরাজপুর গ্রামে বাল্যবিবাহের আয়োজন করায় আজ শুক্রবার কনের বাবাকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : এনটিভি
মেহেরপুর সদর উপজেলায় বাল্যবিবাহের আয়োজন করায় কনের বাবাকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার উপজেলার কুতুবপুর ইউনিয়নের শুভরাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত মো. কামরুল ইসলাম ওই গ্রামের বাসিন্দা। তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীনুজ্জামান গণমাধ্যমকে জানান, কামরুল তাঁর মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রী শাবনাজ খাতুনের বিয়ের জন্য আজ আয়োজন করেন।
খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত গিয়ে বিয়ে বন্ধ করে দেন এবং বাল্যবিবাহের আয়োজনের দায়ে কামরুল ইসলামকে ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ১৯২৯’-এর ৬ ধারার সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় বলে জানান বিচারক।