খুবিতে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ২৮ শিক্ষার্থী

খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে আজ শুক্রবার। এবার ভর্তি পরীক্ষায় একটি আসনের বিপরীতে লড়ছেন ২৮ জন শিক্ষার্থী।
আজ শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের, দুপুর আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত জীববিজ্ঞান স্কুলের এবং বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চারুকলা ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া আগামীকাল শনিবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত কলা ও মানবিক স্কুলের, বেলা সাড়ে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত সামাজিক বিজ্ঞান স্কুলের এবং বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক এস এম আতিয়ার রহমান জানান, এবার খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য পাঁচটি স্কুল ও একটি ইনস্টিটিউটের আওতায় ২৬টি ডিসিপ্লিনে মোট এক হাজার ১১৮টি আসনের বিপরীতে ৩০ হাজার ৯৯৫ জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছে। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থী প্রায় ২৮ জন।
ভর্তি পরীক্ষা গ্রহণের জন্য খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল কেন্দ্র এবং কেসিসি উইমেন্স কলেজ উপকেন্দ্রে আসনবিন্যাস সম্পন্ন হয়েছে।
এর মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয় মূল কেন্দ্রে ০০০১ থেকে ৪৩০০ পর্যন্ত এবং কেসিসি উইমেন্স কলেজ উপকেন্দ্রে রোল ৪৩০১ থেকে ৬১৬৫ পর্যন্ত পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।