জবির উদ্ভিদবিজ্ঞান অ্যালামনাইয়ের ইফতার ও দোয়া মাহফিল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে আজ শনিবার (১৫ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সারা দেশ থেকে সাবেক ও বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে বিভাগ প্রাঙ্গণ। প্রাণের ক্যাম্পাসে ইফতার মাহফিলটি যেন পারিবারিক মিলনমেলায় রূপ নেয়। একে অপরের সাথে কুশল বিনিময়সহ অনেকে তাদের সন্তান নিয়ে অনুষ্ঠানে অংশ নেন।
ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক মো. আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর খন্দকার মনিরুজ্জামান।
এছাড়া অনুষ্ঠানে অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সাবেক সহকারী অধ্যাপক আফরোজা নাহার, সাবেক প্রভাষক বেলা রানী সিং, সাবেক বিভাগীয় প্রধান রাবেয়া খানম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি মো. মাইনুদ্দিন বুলবুল এবং সঞ্চালনা করেন কাজী ইমরোজ।

প্রবীণ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম, মোখলেস উদ্দিন সাগর, রফিকুল ইসলাম, শাফায়েত জামিল, মনিরুজ্জামান, নাজমুল হাই রায়হান, খালেদ আল মাসুদ মোরশেদ, মোহাম্মদ রোকন হোসেন, নুরুল আমিন মোল্লা, রাশেদুল নবীর সোহেল, রফিকুল ইসলাম সাজিদ, মাহাবুবা আক্তার ঝরা, সিফাত নুর নিরা, বাবলি, নাজমুল প্রমুখ।
ইফতার মাহফিলটি নবীন-প্রবীণ ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠান শেষে দেশের শহীদ ও আহতদের স্মরণে দোয়া করা হয়।