চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রুহুল আমীন (২৬) নামের এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোররাতে ওই গুলিবর্ষণের ঘটনা ঘটে।
নিহত রুহুল আমীন দামুড়হুদা উপজেলার সুবলপুর গ্রামের বাবলুর রহমানের ছেলে।
এদিকে বিজিবি ৬-এর পরিচালক এস এম মনিরুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, নিহত রুহুল আমীন দ্বৈত নাগরিক। দুই দেশের সীমান্তরক্ষীদের কাছে তিনি ছিলেন মোস্ট ওয়ান্টেড। স্থানীয় একটি বাড়িতে ডাকাতি করতে গিয়ে বিএসএফের সঙ্গে সংঘর্ষে তিনি নিহত হয়েছে।
বিজিবির ওই কর্মকর্তার দাবি, বিএসএফের কাছ থেকে পাওয়া তথ্যানুযায়ী, রুহুল আমীন ভারতের নদীয়া জেলার চাপড়া থানাধীন বরইগাতি গ্রামের কাসিম মণ্ডলের ছেলে। সেখানে তাঁর স্ত্রী আছিয়া, দুই ভাই আজিবুল মণ্ডল ও রবিউল মণ্ডল নিহতের লাশ গ্রহণ করেছেন।
এদিকে সুবলপুর গ্রামে বসবাসকারী নিহত রুহুলের স্ত্রী আছমিনা খাতুন জানান, বৃহস্পতিবার রাতে গরু আনার জন্য ভারতে যান রুহুল আমীন। আজ শুক্রবার সকালে ঠাকুরপুর এলাকার কয়েকজন ফোন করে তাঁর মৃত্যুর খবর দেন।
নিহতের ভাই নুহু নবী জানান, তাঁরা মোট দুই ভাই।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য লিয়াকত আলী দাবি করেন, রুহুল বাংলাদেশি নাগরিক।