বাগেরহাটে বিএনপি-জামায়াতের কর্মীসহ গ্রেপ্তার ২৬

বাগেরহাটে নাশকতা পরিকল্পনার অভিযোগে বিএনপি ও জামায়াতে ইসলামীর দুই কর্মীসহ ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার দুপুর পর্যন্ত বাগেরহাটের নয় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
এদের মধ্যে নাশকতার পরিকল্পনার অভিযোগে বাগেরহাটে শহরের লিচুতলা এলাকা থেকে বিএনপিকর্মী ফকির নাহিদুল ইসলাম (৪৫) ও রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রাম থেকে জামায়াতকর্মী মাসুম বিল্লাহকে (৩৫) গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া নিয়মিত ও অনিয়মিত মামলায় বাগেরহাট সদরে তিনজন, ফকিরহাটে দুজন, মোল্লাহাটে দুজন, চিতলমারীতে চারজন, কচুয়ায় একজন, মোরেলগঞ্জে চারজন, শরণখোলায় পাঁচজন ও মংলায় তিনজন গ্রেপ্তার হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, নাশকতা পরিকল্পনার অভিযোগে বিএনপি ও জামায়াতের দুই কর্মীসহ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।