বাগেরহাটে মনোনয়নপত্র ফিরে পেলেন আ.লীগের বিদ্রোহী প্রার্থী

বাগেরহাট পৌরসভায় বাতিল হওয়া স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী ও আওয়ামী লীগ নেতা মিনা হাসিবুল হাসান শিপনের মনোনয়নপত্র আপিলে বৈধ বলে ঘোষণা করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে শুনানি শেষে বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম এই রায় দেন।
এর আগে ৫ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে হলফনামায় ব্যক্তিগত দায় উল্লেখ না করার অভিযোগে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনা হাসিবুল হাসান শিপনের মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।
বাগেরহাট পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার জানান, যাচাই-বাছাইকালে বাগেরহাট পৌরসভার স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী মিনা হাসিবুল হাসান শিপনের মনোনয়নপত্র বাতিল হলে ৮ ডিসেম্বর তিনি আপিল করেন। শুক্রবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসক কার্যালয়ে আপিল শুনানিতে তিনি তাঁর ব্যক্তিগত দায় হলফনামায় উল্লেখ না করার ব্যাখ্যা দেন। মনোনয়নপত্র দাখিলের আগেই ব্যক্তিগত দায় (ঋণ) পরিশোধ করায় শুনানিতে মনোনয়নপত্রটি বৈধ বলে ঘোষণা করেন জেলা প্রশাসক।