গাংনীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

গাংনী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান বাবলু। ছবি : এনটিভি
মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আসাদুজ্জামান বাবলু মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
আজ শনিবার বেলা ১১টার দিকে গাংনী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। এ সময় মেহেরপুর জেলা বিএনপির সভাপতি আমজাদ হোসেন, গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাইলা আনজুমান বানু উপস্থিত ছিলেন।
আসাদুজ্জামান বাবলু বলেন, ‘বিগত দিনে আন্দোলন-সংগ্রামে আমি ভূমিকা রেখেছি। যেহেতু দল থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়নি, তাই দলের হাইকমান্ডের প্রতি শ্রদ্ধা রেখেই আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছি।’